নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা বোর্ড কর্তৃক
অনুমোদিত ৬৩ টি কলেজে ২০২০-২১ ইং শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক
মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) এর ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু
হয়েছে।
বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা
হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে। তবে ৩১ অক্টোবর
পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে।
ভর্তির আগ্রহীগণ স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমতুরল্য গ্রেডে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
হোমিওপ্যাথি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি বিহীন কোনো প্রতিষ্ঠানে ভর্তি
হলে বোর্ড হতে রেজিস্ট্রেশন কিংবা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে
সতর্ক করা হয় বিজ্ঞাপ্ততে।
বোর্ডে ওয়েবসাইটে ( https://www.homoeopathicboardbd.org/ ) স্বীকৃত কলেজসমূহের তালিক ও ভর্তির নিয়মাবলী জানা যাবে।
